ফেসবুকে এ্যাড দিতে সর্বনিন্ম কত টাকা লাগে ?
- ৳১,০০০/- টাকা। আমাদের সার্ভিস নিয়ে এ্যাড চালালে।
ফেইসবুকের নিজস্ব নিয়ম হচ্ছে দৈনিক সর্বনিন্ম $1.00 USD ডলার বা ৳৭৯/- টাকা।ব্যাবসায়িক কারন ও কোয়ালিটি সার্ভিস দেয়ার জন্য আমাকে আমার সর্বনিন্ম বাজেট নির্ধারন করতে হয়েছে। বাজেট যত বেশী হবে প্রমোশন তত বেশী হবে এবং ফলাফলও তত ভালো হবে।দৈনিক $10.00 USD ডলার খরচ করলে যতগুলো ক্লিক পড়বে (বা যতবার দেখানো হবে) $50.00 USD ডলার খরচ করলে ফলাফল তার দশগুন বেশী হবে। (যেখানে সাভাবিক ভাবে পাঁচগুন হওয়ার কথা)
বেশী ক্লিক হলে ফ্যানসংখ্যাও (লাইক) সাধারনত আনুপাতিক হারে বেড়ে যায়।
- প্রতি ডলার (CART) খরচের জন্য আমার চার্জ ৳১০০/- টাকা
- মিনিমাম বাজেট ৳১০০০/- টাকা (CART $10.00 USD Will Be Spent)
- দৈনিক মিনিমাম বাজেট ৳৫০০/- টাকা (CART $05.00)
অর্থাৎ পরীক্ষামুলকভাবে এ্যাড দিতে (আমাকে দিয়ে) আপনাকে খরচ করতে হবে ৳১,০০০/- টাকা।যেটা দিয়ে সর্ব্বোচ্চ (২) দিন প্রমোশন করা যাবে। (চলমান গ্রাহক হলে সর্বউচ্চ (৫) দিন)
এ্যাড চলাকালিন যে কোন সময় আপনার বাজেটের টাকা বাড়িয়ে নিতে পারবেন।আপনার সুবিধার্থে এখানে বাজেটের একটি ধারনা দেয়া আছে
এ্যাড চলাকালিন যে কোন সময় আপনার বাজেটের টাকা বাড়িয়ে নিতে পারবেন।আপনার সুবিধার্থে এখানে বাজেটের একটি ধারনা দেয়া আছে
**এর চাইতেও কম বাজেটে ফেইসবুক এ্যাড গ্রহন করে।কিন্তু এর চাইতে কম বাজেটের এ্যাড থেকে ভালো রেজাল্ট আশা করা যায় না।বরং পুরো ফেইসবুক এ্যাডভার্টাইজিং বা আমার সার্ভিস কোয়ালিটি নিয়ে অহেতুক প্রশ্ন উঠতে পারে।আপনার বাজেট ৳১,০০০/- টাকা বা দৈনিক ৳৫০০/- টাকার কম হলে যোগাযোগ না করার জন্য অনুরোধ
করছি।
করছি।
- এ্যাডের খরচ কিভাবে হিসেব করা হয়?
এ্যাড তৈরীর সময় দুইটি অপশন দেয়া হয়।যেখান থেকে আপনার সুবিধামতো বিলিং অপশন বেছে নিতে পারেন।
ক্লিকের হিসেব (CPC): যখন কোন ফেইসবুক ব্যাবহারকারী আপনার এ্যাডটি দেখে এ্যাডটিতে ক্লিক করবে, তখন ফেইসবুক চার্জ করবে।(বাংলাদেশের জন্য প্রতি ক্লিকের খরচ সাধারনত $0.001-$0.02)ইম্প্রেশনের হিসেব)
(CPM): প্রতি ১০০০ বার দেখানোর জন্য।(বাংলাদেশের জন্য প্রতি ১০০০ বার দেখানোর খরচ সাধারনত $0.50-$1.50)
- আমার এ্যাডটি কতবার দেখানো হবে?
এটি ফেইসবুকের নিজস্ব কিছু নিয়মে নির্ধারিত হয় (বাজেট, এ্যাড কোয়ালিটি স্কোর, প্রতিদ্বন্দী এ্যাডেরপরিমান ও বাজেট ইত্যাদী)।প্রতি ক্লিকের হিসেবে ৳১,০০০/- টাকা বাজেটে মোটামুটি ১০০০-৮০০০ টি ক্লিক (লাইক) হতে পারে।প্রতি ১ হাজারবার দেখানোর হিসেবে এ্যাডটি ১০ হাজার থেকে ১ লক্ষবার দেখানো হবে।
- এ্যাডটি কতদিন চলবে?
এটি আসলে আপনার সিদ্ধান্ত।আপনি আপনার বাজেটের ডলার আপনার সুবিধামতো দিনে খরচ করতে পারেন।ফেইসবুকের স্মার্ট এ্যালগরিদম ওই বাজেটকে ওই সময়ের মধ্যেই খরচ করতে চেষ্টা করে।যেমন $10.00 USD বাজেট আপনি ১ দিন, ২ দিন, ৫ দিন ইত্যাদী ডিওরেসনে খরচ করতে পারেন।ওই সময়ের মধ্যে ফেইসবুক বাজেট খরচ করতে না পারলে বাড়তি টাকা থেকে গেলে আমি রিফান্ড
করে দেই।
করে দেই।
- কিভাবে বুঝব কত টাকা খরচ হলো বা কতজন এ্যডটি দেখল?
প্রতিদিন এ্যাডের রিপোর্টের কপি ই-মেইলে/মেসজে পাঠানো হবে।এ্যাড চলাকালিন সময় লাইভ রিপোর্ট-ও দেখে যেতে পারেন।এছাড়া শেষে বিন্তারিত রিপোর্ট ইমেইলে/মেসেজে পাঠানো হয়।
যারা বিসেলার/বাল্ক ব্যাবহারকারীদের লাইভ রিপোর্ট দেখার ব্যাস্থা রয়েছে যাতে যে কোন সময় নিজস্ব
ফেইসবুক একাউন্ট থেকেই রিপোর্ট দেখতে পাবেন।
যারা বিসেলার/বাল্ক ব্যাবহারকারীদের লাইভ রিপোর্ট দেখার ব্যাস্থা রয়েছে যাতে যে কোন সময় নিজস্ব
ফেইসবুক একাউন্ট থেকেই রিপোর্ট দেখতে পাবেন।
- আপনার মতো আরো অনেকে এই সার্ভিস দিচ্ছে। আমি কেন আপনার সার্ভিস নেব?
আমরা বাংলাদেশের প্রথম (২০১১, ডিসেম্বর থেকে) এবং সবচেয়ে বেশী অভিজ্ঞতা সম্পন্ন ফেইসবুক এ্যাডভারটাইজার। এখন পর্যন্ত একমাত্র আমরাই দিচ্ছি আমাদের এ্যাকাউন্ট একসেস।মানে আাপনার এ্যাড নিজেই তৈরী, পরিবর্তন এবং লাইভ রিপোর্ট দেখার সুবিধা।আমরা বড় আকারের ক্যাম্পেইন চালাতে সক্ষম: দৈনিক $5000.00=৳৩,৯৫০০০/-পর্যন্ত এ্যাড চালাতে পারি যা শীঘ্রইআরো বাড়বে আশা করছি।
ওপেন ইনফর্মেশন দিচ্ছি।কত টাকার বিনিময়ে আমাদের কাছে কি প্রত্যাশা করতে পারেন তা সবই এখানে পরিস্কারভাবে বলে
ওপেন ইনফর্মেশন দিচ্ছি।কত টাকার বিনিময়ে আমাদের কাছে কি প্রত্যাশা করতে পারেন তা সবই এখানে পরিস্কারভাবে বলে
দেয়ার চেষ্টা করেছি। অন্যদের মতো তথ্য জানতে ফোন করতে বলিনি।এর পরেও আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।আমরা ফেইসবুকের এই সার্ভিসটি সুলভ মুল্যে সরবরাহ করার চেস্টা করেছিমাত্র যেখানে এ্যাড
কিভাবে চলবে সেই সিদ্ধান্তটি আপনার। আমরা কোন কৃত্রিম প্যাকেজ তৈরী করিনি।আমরা অন্যদের মতো পেইজের ‘লাইক’ কন্ট্রাক্ট করছিনা অথবা কতগুলো ক্লিক হবে সেভাবে চুক্তি করে নিচ্ছি না। আমরা আপনার এ্যাডগুলো স্বাভাবিকভাবে চলতে দিব
কিভাবে চলবে সেই সিদ্ধান্তটি আপনার। আমরা কোন কৃত্রিম প্যাকেজ তৈরী করিনি।আমরা অন্যদের মতো পেইজের ‘লাইক’ কন্ট্রাক্ট করছিনা অথবা কতগুলো ক্লিক হবে সেভাবে চুক্তি করে নিচ্ছি না। আমরা আপনার এ্যাডগুলো স্বাভাবিকভাবে চলতে দিব
এতে করে স্বাভাবিকভাবেই আপনি ক্লিক অথবা লাইক পাবেন
কোন ধরনের ম্যানিপুলেশনের প্রশ্ন নেই। আমাদের সার্ভিস নেয়ার কয়েকটি কারন হতে পারে:
- First Online advertiser in the country (Facebook, Google, LinkedIn, YouTube) since 2012
- Real time account access, first time in Bangladesh
- World class service
- Detailed and transparent reporting
- No unrealistic commitment
- No contract on "Like"
- Campaign Consultancy
- 100% happy history
এ ছাড়া এ্যাড চলাকালিন সময় লাইভ রিপোর্ট দেখে নিতে পারেনতবে ক্যাম্পেইন শেষ হয়ে যাবার
পরে যেহেতু এ্যাডগুলো মুছে ফেলা হয় তাই অনেক পরে আর এই সুবিধা দেয়া সম্ভব নয়।
*আমি $20.00 USD ডলারের এ্যাড দিতে চাই। আমি ভাবছি ৩ দিনের জন্য দেব।এখন এই এ্যাড ৩ দিনের জন্য না দিয়ে যদি ১০ দিনের জন্য যদি দেই তাহলে কি কিছু বেশী ক্লিক/লাইক পাব?
পত্রিকার বিজ্ঞাপন যেমন বেশীদিন চালালে বেশী মানুষ দেখবে,ফেইসবুকের বিজ্ঞাপন ঠিক তমনটি নয়। আপনার বাজেট অনুযায়ী এটি দেখানো হবে।বাজেট ঠিক রেখে দিনের সংখ্যা বাড়িয়ে দিলে, প্রতিদিনের দেখানোর হার কমে আসবে।আপনার $20.00 USD ডলার (৩) দিনে যদি ২,০০০ ক্লিক এনে দেয় তাহলে ১০ দিনেও ২,০০০ ক্লিকই এনে দিবে।এ্যাডের সময় বাড়ালে প্রতি দিনের পাফরমেন্স এবং খরচ কম বা বেশী হওয়া ছাড়া অন্য কোন সুবিধা নেই। আপনি মোট যত টাকা খরচ করছেন, সে অনুযায়ী ফলাফল হবে।এ্যাড কম দিন চলুক বা বেশী, মোট ফলাফল একই থাকবে।
ফেইসবুকের এ্যাড দেখানোর ফর্মুলা:এ্যাড পারফরর্মেন্স = (বাজেট/সময়) X কোয়ালিটি স্কোর অর্থাৎবাজেট বাড়ালে পারফরর্মেন্স বাড়বে (সময় ও কোয়ালিটি একই খাকলে)সময় বাড়ালে পারফরর্মেন্স কমবে (বাজেট ও কোয়ালিটি একই খাকলে)কোয়ালিটি বেড়ে গেলে পারফরর্মেন্স বাড়বে (বাজেট ও সময় একই খাকলে)
সবচেয়ে কম খরচে অর্থাৎ ৳৫০০/- টাকার এ্যাডে একটা পেইজে আনুমানিক কত জন ফ্যান হতে
পারে?
পারে?
আসলে কতজন ফ্যান হবে সেটা নির্দিষ্টভাবে বলা যায় না।যদি শুধু বাংলাদেশ টার্গেট করা হয়, তাহলে প্রতিটা ক্লিকের জন্য আনুমানিক খরচ হবে $0.003-$0.02 (July 2017 হিসেবে) অর্থাৎ 1,000 থেকে 15000+ ভিজিটর আপনার পেইজ ঘুরে আসবে।যেসব ভিজিটরের আপনার পেইজ ভালো লাগবে, তারাই লাইক দিয়ে ফ্যান হবে।যার ভালো লাগবে না,সে হয়তো ‘লাইক' করবে না।
- আচ্ছা, কতজন আমার পেইজে এ্যাডের মাধ্যমে এসেছে তার সঠিক সংখ্যা কি জানা যায়?
হ্যাঁ জানা যায়। এটা ফেইসবুক রিপোর্টে থাকে।
- আমার এ্যাড চলাকালিন সময়ে আমার ক্রেডিট টপআপ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে?
আমাদের পেমেন্ট করে যে কোন সময় বাজেট বাড়িয়ে নিতে পারেন।আমরা প্রতি ডলার বরাদ্দের জন্য ৳১০০/- টাকা চার্জ করি।যেমন $10.00 USD ডলারের এ্যাডে ৳১,০০০/- টাকা ও $20.00 USD ডলারের এ্যাডে ৳২,০০০/-
হাজার টাকা ইত্যাদি।
- আমি ফেইসবুকে এ্যাড দিতে চাই। এখন আমাকে কি করতে হবে?
আপনার প্রতিষ্ঠানের একটি ফেইসবুক পেইজ থাকলে ভালো হয়, না হলে অন্তত একটি ওয়েবসাইট
থাকতে হবে।
সর্বোচ্চ ৯০ টি অক্ষরের এ্যাডের টাইটেল ও ১৫০ অক্ষরের এ্যাডের হেডলাইন দেয়া যায়।
এই হিসেব সাদা স্পেস সহ। সাথে এ্যাডের ছবিটি নিয়ে আসবেন।আমরা কোন বানিজ্যিক প্রতিষ্ঠান নই। এটা একান্তই ব্যাক্তিগত উদ্যোগ।প্রতি ডলার ৳১০০/- টাকা হিসেবে বাজেটের টাকা এ্যাড দেয়ার সময় দিতে হবে এ্যাড শেষ হয়ে
যাওয়ার পরেও কোন টাকা বেঁচে গেলে তা ফেরত দেয়া হবে অথবা পরবর্তী এ্যাডের সঙ্গে যোগ করে দেওয়া হবে।
ফেইসবুক পেইজের এ্যাড দেয়ার জন্য আমাকে আপনার পেইজের এ্যাডভার্টাইজার (Advertiser) করে দিতে হবে।
এ্যাডের জন্য লেখা ৯০ ক্যারেক্টার এবং ছবি ১২০০ X ৬২৮ পিক্সেল
(Text: 90 characters, Image Specs: 1200x628px [for website
ad]; 1200x444px [for fan page ad]; 600X600px for website multi image scroll ad
) হতে হবে।
- ফেইসবুকে এ্যাড এর জন্য ছবির মাপ ও লেখার পরিমানের বিস্তারিত
- তথ্য এই লিঙ্কে পাওয়া যাবে।
আপনি কত করে বিডিং রেট দিচ্ছেন পে পার ক্লিক এ আর পার হাজার ইম্প্রেশন এর জন্য যাতে করেআপনি ৬০০-৭০০ বার ক্লিকের অথবা ১ থেকে ২ লক্ষ বার ইম্প্রেশনের নিশ্চয়তা দিতে পারছেন?
আমি ক্লিক বা ইম্প্রেশনের যে সংখ্যা বলেছি সেটার আমি নিশ্চয়তা দিচ্ছি না
এই সংখ্যাগুলো এসেছে এই মুহুর্তে যেই এ্যাডগুলো আমি চালাচ্ছি সেগুলো থেকে।যেমন ক্লিকের ক্ষেত্রে $0.004 থেকে $0.04 খরচ পড়ছে। যদিও বিড দেয়া আছে $0.04 খেকে $0.06 ।আর ইম্প্রেশনের ক্ষেত্রে খরচ পড়ছে $0.000016 এর সামান্য বেশী।
কিন্তু প্রতিজন ফেইসবুক ব্যাবহারকারী যেহেতু ৫ থেকে ১০ বারেরও বেশী দেখছে সেজন্য বলেছি ১ থেকে ২ লক্ষ বার, প্রতিটা ইম্প্রেশন হিসেবে এই সংখ্যাটি আরো অনেকগুন বেড়ে যাবে।এই ক্ষেত্রে আমি সাধারনত বিড দেই $0.02 থেকে $0.04 ।বিডের ক্ষেত্রে সাধারনত এ্যাড তৈরীর সময় ফেইসবুক যে রেন্জ রেকমেন্ড করে,
কিন্তু প্রতিজন ফেইসবুক ব্যাবহারকারী যেহেতু ৫ থেকে ১০ বারেরও বেশী দেখছে সেজন্য বলেছি ১ থেকে ২ লক্ষ বার, প্রতিটা ইম্প্রেশন হিসেবে এই সংখ্যাটি আরো অনেকগুন বেড়ে যাবে।এই ক্ষেত্রে আমি সাধারনত বিড দেই $0.02 থেকে $0.04 ।বিডের ক্ষেত্রে সাধারনত এ্যাড তৈরীর সময় ফেইসবুক যে রেন্জ রেকমেন্ড করে,
আমি তার মাঝামাঝি দিয়ে থাকি।
- ডলারের দাম তো কম। আপনারা ৳১০০/- টাকা করে নিচ্ছেন কেন?
ফেইসবুক এ্যডভার্টাইজিং একটি প্রফেশনাল সার্ভিস, শুধুমাত্র ডলার বিক্রি নয়।ডলারের রেট ধরে প্রাইসিং-এর ধারনা আমরাই প্রথমে নিয়ে আসিএর আগে অন্য প্রতিষ্ঠানগুলো অন্যভাবে কোটেশন করত
যেমন প্রতি ক্লিক ২ টাকা বা প্রতি লাইক ৫ টাকা ইত্যাদি।কিন্তু এই নিয়মের স্বচ্ছতার জন্য আজকাল প্রায় সবাই এটা ব্যাবহার করা শুরু করেছে।এখানে আমরা একটি ফ্ল্যাট রেট দেয়ার চেষ্টা করেছি।
এই টাকার মধ্যে ডলারের দাম + ব্যাংকের চার্জ + মেইন্টেন্যান্স খরচ + আমাদের প্রফিট সবকিছুই আছে ।
আলাদা ভাবে এইসব হিসেব করার চাইতে ডলারের রেটে সবকিছু নিয়ে আসায় যে কোন বাজেটের এ্যাডের হিসেব সহজেই করা যায়।আপনাদের রেটটা একটু বেশী মনে হচ্ছে।
আমি অল্প আয়ের ব্যাবসায়ী/ছাত্র/অনেক দুরে থাকি –আমার জন্য কিছুটা ছাড় দেয়া যাবে?যতটুটু সম্ভব ছাড় দিয়েই আমাদের রেট নির্ধারিত হয়েছে।আর কোন ডিসকাউন্টের অনুরোধ রাখা আমাদের পক্ষে সম্ভব নয়।তবে,আমাদের মাধ্যমে বেশী (ডলার) করে এ্যড দিতে চাইলে আমরা আলোচনার মাধ্যমে কমিয়ে
নেওয়ার চেষ্টা করবো।
- আমি বড় বাজেটের একটি ক্যাম্পেইন করতে চাই এক্ষেত্রে আপনাদের সার্ভিস চার্জ কি কিছুটা কম রাখা যাবে?
বড় বাজেটের ক্যাম্পেইনের জন্য আমাদের বিশেষ রেট রয়েছে।
- আমরা আপনার সাথে সামনাসামনি কথা বলতে চাই, আপনি কি আমাদের অফিসে আসতে
- পারবেন?
এই সার্ভিস দেয়ার জন্য আসলে সামনাসামনি দেখা করার প্রয়োজনীয়তা আমি অনুভব করিনা।তবে আমার সাথে দেখা করতে চাইলে আমার ঠিকানায় চলে আসতে পারেন।
একান্তই যদি আমার যাবার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং যদি চান যেন আমি আপনার অফিসে গিয়ে পুরো ব্যাপারটি বুঝিয়ে দেই সেক্ষেত্রে আমি সাইট ভিজিটের একটি চার্জ (৳১৫০০/- টাকা) অগ্রিম
নিয়ে থাকি আমার সময় ও যাতায়াতের জন্য
(শুধুমাত্র বরিশাল,খুলনা ও ঢাকা ডিভিশনের জন্য প্রযোজ্য)
বাংলাদেশের যে কোন যায়গায় সার্ভিস দেওয়া হয়।
এই ফিঃ টি অগ্রিম পরিশোধ করে আমাকে জানালে আমি সময় নিয়ে এসে পুরো ব্যাপারটি বুঝিয়ে দিয়ে আসব।
একান্তই যদি আমার যাবার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং যদি চান যেন আমি আপনার অফিসে গিয়ে পুরো ব্যাপারটি বুঝিয়ে দেই সেক্ষেত্রে আমি সাইট ভিজিটের একটি চার্জ (৳১৫০০/- টাকা) অগ্রিম
নিয়ে থাকি আমার সময় ও যাতায়াতের জন্য
(শুধুমাত্র বরিশাল,খুলনা ও ঢাকা ডিভিশনের জন্য প্রযোজ্য)
বাংলাদেশের যে কোন যায়গায় সার্ভিস দেওয়া হয়।
এই ফিঃ টি অগ্রিম পরিশোধ করে আমাকে জানালে আমি সময় নিয়ে এসে পুরো ব্যাপারটি বুঝিয়ে দিয়ে আসব।
⇥পেমেন্ট পদ্ধতিঃ
*সরাসরি, বিকাশ, রকেট, অগ্রণী ব্যাংক, ব্রাক ব্যাংক, ডাচবাংলা ব্যাংক।
(*কাজের আগে অথবা পরে শর্তসাপেক্ষে)
এছাড়াও আমরা ভিবিন্ন মেথড/উপায়ে এ পেমেন্ট নিয়ে থাকি।
- আপনার সাথে যোগাযোগের উপায় কি?
*সরাসরি ফোন করুনঃ
Phone: ✆ 01756290095, ✆ 01811290095, ✆ 01976290095 ✆ 01400490095
IP Number:09638967303 ( 24X7)
Phone: ✆ 01756290095, ✆ 01811290095, ✆ 01976290095 ✆ 01400490095
IP Number:09638967303 ( 24X7)
[ বি:দ্র: চার্জ/নেটওয়ার্ক সমস্যার কারনে ফোনে না পেলে
আবার ট্রাই করুন। ইনবক্স/কমেন্ট বক্স তো আছেই।]
➦আমাদের যোগাযোগ/হেল্প প্যানেলঃ🔻
“মল্লিক কম্পিউটার্স এন্ড টোটাল আইটি সলুয়েশন”
"Mollik Computers & Total IT Solutions"
Mathbaria, Pirojpur, Barisal , Bangladesh .
Phone: ✆ 01756290095, ✆ 01811290095, ✆ 01976290095 ✆ 01400490095
IP Number: ✆ 09638967303
E_mail: md.emran01756290095@yahoo/gmail/hotmail.com



No comments:
Post a Comment