মূল্য ফেরত (Our Refund Policy) - Mollik IT-মল্লিক আইটি

সর্বশেষ পোষ্ট

মূল্য ফেরত (Our Refund Policy)

মূল্য ফেরত: (Our Refund Policy)

↪ আমাদের ফেসবুক মার্কেটিং এর রিফান্ড পলিসি:

  1. ফেসবুক বিজ্ঞাপন এর ক্ষেত্রে যদি বিজ্ঞাপন ফেসবুক এপ্রুভ না করে তাহলে নতুন বিজ্ঞাপন চালাতে হবে। কোন কারণে যদি সকল বিজ্ঞাপন ই ফেসবুক ডিসএপ্রুভ করে এবং আমাদের সকল চেষ্টা ও পরামর্শ পরেও আপনার কাজটি সফল না হয় তবে, যে টাকা আপনি পেমেন্ট করেছেন তা থেকে সার্ভিস চার্জ (যদি আমরা মনে করি) বাদে পরিপূর্ণ টাকা আপনাকে ১-৭ কর্মদিবস এর মধ্যে রিফান্ড করে দেওয়া হবে। (বিকাশ,রকেট,নগদ/ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে)
  2. আপনার বিজ্ঞাপন চালাতে গিয়ে যদি আমাদের প্রতিষ্ঠানিক ভাবে কোন কারিগরি সমস্যার কারণে বিজ্ঞাপন চালাতে ব্যার্থ হই/অফ হয়ে যায় তবে, ইতিমধ্যে যতটা খরচ হয়েছে বাকি সম্পুর্ন টাকা রিফান্ড পাবেন কোন প্রকার সার্ভিস দিতে হবেনা (শুধুমাত্র মোবাইল ব্যাংকিং ক্যাশ আউট চার্জ পাবেন না)।
  3. আপনার বিজ্ঞাপন চলাকালীন যদি আপনি কোন ক্রমে আপনার চলমান বিজ্ঞাপন এর পেজের এক্সেস বাতিল করে/বিজ্ঞাপন নিয়ে কোন প্রকার কারসাজি করেন আর তাহাতে যদি আমাদের একাউন্ট এর উপর প্রভাব পরে তবে আপনার সম্পুর্ন টাকা ক্ষতিপূরণ হিসেবে কেটে রাখা হবে/বাড়তি জরিমানা দাবি করার ক্ষমতা রাখিবো।
  4. আপনার বিজ্ঞাপন টি যদি আমাদের বলার পরেও আপনি সঠিক ভাবে সংশোধন না করে আমাদের বলেন যে সংশোধন করেছি এমতাবস্থায় আপনার বিজ্ঞাপন এর কারণে যদি আমাদের বিজ্ঞাপন একাউন্ট এর কোন প্রকার ক্ষতি হয় তবে সম্পূর্ণ টাকা আমরা ক্ষতিপূরণ হিসেবে কেটে নিবো/আরও জরিমানা দাবি করার ক্ষমতা রাখিবো।
  5. এছাড়া অন্যান্য সমস্যার কারণে যদি আপনার অর্থ আমরা মনে করি আপনার কারণে নষ্ট হয়েছে তবে আমরা তাহা ক্ষতিপূরণ হিসেবে কেটে রাখার ক্ষমতা রাখিবো। (যদি আপনাদের কারণে হয় তাহার প্রমানাদি সাপেক্ষে) এ সিদ্ধান্ত শুধুমাত্র "মল্লিক কম্পিউটার্স & টোটাল আইটি সল্যুশন" কর্তৃপক্ষের।

↪-> আমাদের অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে রিটার্ন/রিফান্ড পলিসি:
  • আমাদের অন্যান্য সার্ভিস এর রিফান্ড পলিসি ফেসবুক বিজ্ঞাপন এর রিফান্ড পলিসি এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদি আপনার কারণে আমাদের কোন সার্ভিস এর অর্ডার ক্যান্সেল হয় তবে আমরা সার্ভিস চার্জ বাদে আপনাকে বাকি অর্থ রিফান্ড করে দিবো। (যদি আমাদের কম্পানির ক্ষতি সাধিত হয় তবে আমরা পূর্ণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে রেখে দিতে পারবো এবং আরও বাড়তি জরিমানা চাওয়ার ক্ষমতা রাখিবো।
  • আমাদের কারণে যদি আপনার সার্ভিস ডেলিভারি না দিতে পারি এবং সর্বসাকুল্যে যদি সম্ভব ই না হয় তবে আপনি সম্পূর্ণ টাকা রিফান্ড পাবেন। (যদিও আমরা সার্ভিস চার্জ দাবি করতে পারিবো।



এই প্রতিষ্ঠান এর সকল নীতিমালা কর্তৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন/পরিবর্ধন ও সংশোধন এর ক্ষমতা রাখে।

আমাদের হেল্প প্যানেলঃ🔻
মল্লিক কম্পিউটার্স এন্ড টোটাল আইটি সলুয়েশন
"Mollik Computers & Total IT Solutions"
Mathbaria, Pirojpur, BarisalBangladesh. 
Phone:  01756290095,  01811290095,  01976290095  01400490095
IP Number: ✆ 09638967303
E_mail: md.emran01756290095@yahoo/gmail/hotmail.com
ফেসবুক: https://goo.gl/2Rgh5c

➝➝➝➝➝➝➝➝➝➝➝➝➝➝➝
👉 Your trusted friend 💗💗

সবাই ধন্যবাদ।

No comments:

Post a Comment

র‌্যান্ডম পোষ্টঃ আরও পোষ্ট পেতে এই পেজটি রিফ্রেশ করুন।