আজই মহাকাশে উড়বে বঙ্গবন্ধু স্যাটেলাইট (Bangabandhu satellite set for Friday launch) - Mollik IT-মল্লিক আইটি

সর্বশেষ পোষ্ট

আজই মহাকাশে উড়বে বঙ্গবন্ধু স্যাটেলাইট (Bangabandhu satellite set for Friday launch)

সম্পূর্নভাবে প্রস্তুত বঙ্গবন্ধু স্যাটেলাইট, উড়বে আজই

উৎক্ষেপণের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে স্যাটেলাইট ফ্যালকন- রকেট। 
এখন কেবল ক্ষণ গণনার পালাযুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১০ মে বিকাল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় ১০ মে, দিনগত রাত ২টা ১৫ মিনিটে) ফ্লোরিডার অরল্যান্ডোর কেপ কেনেডি সেন্টারের লঞ্চিং প্যাড থেকে মহাকাশে উড়বে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-
স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।র্

বঙ্গবন্ধু স্যাটেলাইটঃ

এদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকালে অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারে (নাসার) স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়ার সঙ্গে স্যাটেলাইটের উৎক্ষেপণের প্রস্তুতি রিভিউ বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়বৈঠকে সব কিছুর তদারকি করেছে বাংলাদেশ
সময় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক, টেলিযোগাযোগ আইসিটি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, বিটিআরসি চেয়ারম্যান . শাহজাহান মাহমুদসহ কমিশনের বিভিন্ন কর্মকর্তা
প্রস্তুতির বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য পুরোপুরি প্রস্তুতউৎক্ষেপণের জন্য স্যাটেলাইট, লঞ্চার লঞ্চিং প্যাড রেডি করা হয়েছে
তিনি আরো জানান, লঞ্চার আজ রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিনে) লঞ্চিং প্যাডে নিয়ে রাখা হবে

আজই মহাকাশে উড়বে বঙ্গবন্ধু স্যাটেলাইটঃ

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট আজ মহাকাশে উৎক্ষেপণ হচ্ছে।

Bangabandhu satellite set for Friday launch:

ব্যাপারে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট ক্যাটাগরিতে সেবা দেবেব্রডকাস্টিং, টেলিকমিউনিকেশন ডাটা কমিউনিকেশন সেবা দিয়ে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে অভূতপূর্ব উন্নতি করবে
জানা গেছে, উৎক্ষেপণের দিন পরে স্যাটেলাইট অরবিটাল স্লটে প্রতিস্থাপিত হয়ে সংকেত পাঠাতে শুরু করবেসবকিছু ঠিক থাকলে আগস্ট মাসের মাঝামাঝি থেকে স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে
আর এর মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে মহাকাশে নিজস্ব স্যাটেলাইট ওড়ানো রাষ্ট্রের তালিকায় নাম উঠবে বাংলাদেশের

bongobondhu satellitebangabandhu satellite bangladeshbangabandhu satellite benefitsbangabandhu satellite launch date




bangladesh satellite news
bangabandhu satellite ground control station
bangabandhu-1 launch
bongobondhu satellite ground station
bangladesh satellite launch date

No comments:

Post a Comment

র‌্যান্ডম পোষ্টঃ আরও পোষ্ট পেতে এই পেজটি রিফ্রেশ করুন।